/anm-bengali/media/media_files/O4kBCnoU1VAOHhBpELPK.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কটাক্ষ করলেন বাংলাদেশের চরমপন্থীদের। তাদের দাবিগুলো নিয়ে এই নিশানা নেত্রীর।
তিনি লেখেন, বাংলাদেশে চরমপন্থী এজেন্ডা ঘৃণা ও বর্বরতার সব সীমা অতিক্রম করেছে। তাদের 13-দফা ইশতেহারে প্রকাশ্যে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো ধর্মনিরপেক্ষ সংবাদপত্র বন্ধ করার, সত্য ও গণতন্ত্রের পক্ষে কথা বলা কণ্ঠস্বরকে নীরব করার আহ্বান জানানো হয়েছে। তারা নারীদের উপর 'পর্দা' (পর্দা) চাপিয়ে তাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়ার দাবি জানায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘৃণ্য দাবি হল 'হিন্দু ধর্মকে শেষ করা', নির্লজ্জভাবে এটিকে বিপথগামী কুকুরদের নির্মূল করার সাথে তুলনা করা।
ধর্মান্ধতা এবং অমানবিকতার এই স্তরটি কেবল হিন্দুদের উপর আক্রমণ নয় বরং মানবতা, স্বাধীনতা এবং সহাবস্থানের মূল মূল্যবোধের উপর আক্রমণ। উচ্চস্বরে এবং স্পষ্টভাবে ঘোষণা করা হোক: এই পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা হিন্দু ধর্মকে ধ্বংস করতে পারে। এই প্রাচীন সভ্যতা সহস্রাব্দ ধরে আগ্রাসন, নিপীড়ন এবং গণহত্যা থেকে বেঁচে আছে এবং উগ্রবাদীরা যতই বিষ উত্থাপন করুক না কেন উন্নতি করতে থাকবে।
বিশ্বকে চুপ থাকা উচিত নয়। এই বিদ্বেষপূর্ণ আদর্শের নিন্দা করার এবং বাংলাদেশের ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীনতার লড়াইকে সমর্থন করার সময় এসেছে।
**"The extremist agenda in Bangladesh has crossed all limits of hatred and barbarity. Their 13-point manifesto openly calls for shutting down secular newspapers like Prothom Alo and The Daily Star, silencing voices that speak for truth and democracy. They demand the imposition of… pic.twitter.com/c3TX7Ycpxs
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) December 28, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us