New Update
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার আরজি করের ভাঙচুর করার ঘটনা নিয়ে শোরগোল ফেলে দিলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
তিনি বলেছেন, "এই প্রথম "অশিক্ষা" কাজে এলো! থার্ড ফ্লোর আর তিনতলার মধ্যে পার্থক্য করতে পারেনি। তাই নিচের তলার ENT ডিপার্টমেন্ট ভেঙে চলে এসেছে। ৫০০০ টাকা করে নগদ এবং ক্রেট ক্রেট বিয়ার খাইয়ে চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল ভাঙতে পাঠিয়েছিল।
/anm-bengali/media/media_files/4gxy24dceODIRVtMQPyF.jpg)
তৃণমূলী গুন্ডারা গিয়ে ভেঙে এসেছে ইএনটি বিভাগ। বামফ্রন্টকে কুর্নিশ ইংরেজি তুলে দেওয়ার জন্য"। তার এই ট্যুইট ঘিরে মুহূর্তে শোরগোল শুরু হয়েছে।
*এই প্রথম "অশিক্ষা" কাজে এলো! থার্ড ফ্লোর আর তিনতলার মধ্যে পার্থক্য করতে পারেনি। তাই নিচের তলার ENT ডিপার্টমেন্ট ভেঙে চলে এসেছে। ৫০০০ টাকা করে নগদ এবং ক্রেট ক্রেট বিয়ার খাইয়ে চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল ভাঙতে পাঠিয়েছিল। তৃণমূলী গুন্ডারা গিয়ে ভেঙে এসেছে ইএনটি বিভাগ।…
— Tathagata Roy (@tathagata2) August 17, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)