New Update
/anm-bengali/media/media_files/ijCApIpze16GS2vMCw0F.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার আবার তৃণমূল আর সিপিএমকে একযোগে খোঁচা দিলেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/eRhmn15jWosOHEi9feqC.jpg)
এই নেতা লেখেন, একে বলে whataboutery, নিজের দোষ ঢাকার জন্য অপ্রাসঙ্গিক ও এক্তিয়ার-বহির্ভূত বিষয় টেনে আনা।
/anm-bengali/media/media_files/5nsEm6Tm5xkQ0zPkNcRU.jpeg)
এরপরেই তিনি লেখেন, গুরু সিপিএমের কাছ থেকে তৃণমূল শিখেছে। সিপিএম কোথাও হিন্দুদের উপর নির্যাতন হলে তাকে ঢাকবার জন্য ভিয়েতনাম, ভেনিজুয়েলা ইত্যাদি টেনে আনতো, এরা শুধু হাথরাস! মণিপুর! করে লাফাতে থাকে।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
একে বলে whataboutery, নিজের দোষ ঢাকার জন্য অপ্রাসঙ্গিক ও এক্তিয়ার-বহির্ভূত বিষয় টেনে আনা। গুরু সিপিএমের কাছ থেকে তৃণমূল শিখেছে। সিপিএম কোথাও হিন্দুদের উপর নির্যাতন হলে তাকে ঢাকবার জন্য ভিয়েতনাম, ভেনিজুয়েলা ইত্যাদি টেনে আনতো, এরা শুধু হাথরাস! মণিপুর! করে লাফাতে থাকে।
— Tathagata Roy (@tathagata2) August 23, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us