গুরু সিপিএমের কাছ থেকে তৃণমূল শিখেছে! সব ফাঁস করে দিলেন এই নেতা

একসঙ্গে দুই দলকে কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
113

নিজস্ব সংবাদদাতা: এবার আবার তৃণমূল আর সিপিএমকে একযোগে খোঁচা দিলেন বিজেপি নেতা তথাগত রায়।

 TMC CPIM.jpg

এই নেতা লেখেন, একে বলে whataboutery,  নিজের দোষ ঢাকার জন্য অপ্রাসঙ্গিক ও এক্তিয়ার-বহির্ভূত বিষয় টেনে আনা। 

tathagata roy mamata banerjee

এরপরেই তিনি লেখেন, গুরু সিপিএমের কাছ থেকে তৃণমূল শিখেছে। সিপিএম কোথাও হিন্দুদের উপর নির্যাতন হলে তাকে ঢাকবার জন্য ভিয়েতনাম, ভেনিজুয়েলা ইত্যাদি টেনে আনতো, এরা শুধু হাথরাস! মণিপুর! করে লাফাতে থাকে।

d