স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির কি 25 -75 ভাগ হতো? ঝড় তুললেন বিজেপি নেতা

কি দাবি নেতার?

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp6

নিজস্ব সংবাদদাতা: আর জি কর আন্দোলন নিয়ে শাসক দলকে কিতাক্ষ করলেন বিজেপি নেতাও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। 

কেউ নেতা লেখেন, ডাক্তার বাবুরা রোগের চিকিৎসা করার জন্য ওষুধ দেন, বাবা বাছা করেন না নিশ্চয়ই  ।।

ডাক্তার বাবুদের দাবিটা যুক্তিযুক্ত, কিন্তু যার অনুপ্রেরণায় সব দুর্নীতি গুলো হয়েছিল তিনি এই দাবিগুলো মানবেন কি করে? 

স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমের ওপর এত ভালোবাসা কিসের? স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির কি 25 -75 ভাগ হতো? 

আসল রোগটা কিছু আমলার নয় রোগ হয়েছে শাসক দলের মধ্যে এবং এই শাসক পরিবর্তন না করলে রোগ ঠিক হবে না।।

এরা কিছুকেই পাত্তা দেয় না কারণ এরা জানে যে এরা বুথ দখল করে ভোট জিতবে এবং জিতে এসে বলবে মানুষ তাদের সাথে আছে।।