নিজস্ব সংবাদদাতা: ফের তৃণমূলকে খোঁচা বিজেপি নেতা তথাগত রায়ের।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
তথাগত রায় লেখেন, সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে মমতার লুম্পেনগুলো রাগে অন্ধ হয়ে হাউ হাউ করতে থাকে। তখনি বোঝা যায় ওষুধ ধরেছে, এবার এই লাইনেই এদের বজ্জাতির মুখোশ খুলে দিতে হবে। তবে এরা শুধরোবে না।
/anm-bengali/media/media_files/dMSDzNgfNWLvmuTp2jMW.jpg)
শেষে তিনি আবার লেখেন, কারণ গুন্ডামি-তোলাবাজি একটা স্তর পর্যন্ত করলে মনুষ্যত্বই লোপ পেয়ে যায়।
/anm-bengali/media/media_files/EETyjignFtn11Xkv1jtZ.jpg)