/anm-bengali/media/media_files/O4kBCnoU1VAOHhBpELPK.jpg)
নিজস্ব সংবাদদাতা: দীপাবলিতে আলোর উৎসব হলেও পরিবেশের কথা মাথায় রেখে শব্দবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি করলেন কটাক্ষ।
এই বিজেপি নেতা লেখেন, দীপাবলি তে আতশবাজি অথবা শব্দবাজি জ্বালাবেন না।। ওগুলোর জন্য পরিবেশ দূষণ হয়।।
যদি একান্তই ইচ্ছা হয় তাহলে ইংরেজি নববর্ষ, শবে বরাত নিদেন পক্ষে দেওয়ালির সময় পরিবেশবিদ হয়ে ওঠা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে যে আতশবাজি গুলো চালানো হয়েছিল এইরকম কিছু ব্যবহার করতে পারেন।।
দীপাবলিতে পোড়ালেই একমাত্র দূষণ হয় ওই সময় গুলোতে ঠিক থাকে।।
(NB: উৎসবটা আলোর, শব্দের নয়।। দয়া করে শব্দবাজি ফাটিয়ে সবার প্রাণ ওষ্ঠাগত করবেন না)
আসলে কালীপুজো বা দীপাবলি পেরিয়ে গেলেই যে বিষয়টির নিষ্পত্তি হয় এমনটা একেবারেই নয়। সেটিকেই ইঙ্গিত করেছেন এই নেতা। ইতিমধ্যেই শহরের নানা জায়গায় নিষিদ্ধ বাজি ফাটছে। আজ সবে ধনতেরাস। আসল উৎসব এখনও বাকি। তাই আসল সেলিব্রেশনও বাকি রয়েছে। তাই রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন পরিবেশকর্মীরা। রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পরিবেশ দফতরের সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিবকে দেওয়া হয়েছে এই চিঠি।
দীপাবলি তে আতশবাজি অথবা শব্দবাজি জ্বালাবেন না।। ওগুলোর জন্য পরিবেশ দূষণ হয়।।
— Tarunjyoti Tewari (@tjt4002) October 29, 2024
যদি একান্তই ইচ্ছা হয় তাহলে ইংরেজি নববর্ষ, শবে বরাত নিদেন পক্ষে দেওয়ালির সময় পরিবেশবিদ হয়ে ওঠা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে যে আতশবাজি গুলো চালানো হয়েছিল এইরকম কিছু ব্যবহার করতে পারেন।।
দীপাবলিতে…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us