New Update
/anm-bengali/media/media_files/ixJnYDJlYhgnvj1hVbnf.jpg)
নিজস্ব সংবাদদাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/5nsEm6Tm5xkQ0zPkNcRU.jpeg)
নেতা লেখেন, 'এ কথাটা মিথ্যে নয়। মমতা রাজ্য চালাতে বা লগ্নী টানতে ডাহা ফেল, কিন্তু মিছিল করে মাইলের পর মাইল হাঁটতে খুব পারেন। তাই আমার suggestion ছিল, ৩৫৬ না করে AFSPA চালু করুন।'
/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
এরপর তিনি লেখেন, 'কিন্তু এমন পরিস্থিতি ঘটিয়েছেন যে ওঁর মুখ্যমন্ত্রী পদে থাকা প্রতিটি মিনিট রাজ্যের পক্ষে সর্বনাশা।'
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
এ কথাটা মিথ্যে নয়। মমতা রাজ্য চালাতে বা লগ্নী টানতে ডাহা ফেল, কিন্তু মিছিল করে মাইলের পর মাইল হাঁটতে খুব পারেন। তাই আমার suggestion ছিল, ৩৫৬ না করে AFSPA চালু করুন। কিন্তু এমন পরিস্থিতি ঘটিয়েছেন যে ওঁর মুখ্যমন্ত্রী পদে থাকা প্রতিটি মিনিট রাজ্যের পক্ষে সর্বনাশা।
— Tathagata Roy (@tathagata2) August 29, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us