'পূর্ববাংলার হিন্দুদের সর্বনাশ করেছিলেন, সেই ভুল অন্তত মোদী করবেন না'!

মোদীকে নিয়ে কী লিখলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে ফের সরব বিজেপি নেতা তথাগত রায়।

এই নেতা লেখেন, দিদির দেখছি একটামাত্র ফলোয়ার, তবু বলি। পূর্ববাংলার হিন্দুদের সর্বনাশ করেছিলেন জওহরলাল নেহরু | বাজপেয়ী ইন্দিরাকে মা দুর্গার সঙ্গে তুলনা করে ভুল করেন নি, ঔদার্যের পরিচয় দিয়েছিলেন - যেটা ইন্দিরা গান্ধী ধুলোয় লুটিয়ে দিয়েছিলেন সিমলা চুক্তি করে, ভুট্টোর ধোঁকায় ভুলে। বাজপেয়ী একটা ভুল করেছিলেন, ব্রজেশ মিশ্রকে খালেদা জিয়ার কাছে পাঠিয়ে, যেখানে ব্রজেশ বলে এসেছিলেন, "India has no favourites in Bangladesh"। এর ফলে খালেদা আবার একদফা হিন্দু নির্যাতন করার লাইসেন্স পেয়ে গিয়েছিলেন। আমার বিশ্বাস, সেই ভুল অন্তত মোদী করবেন না।

এর আগে আজই তিনি লেখেন, যদি বাংলাদেশ সরকার ভারতের বিবৃতিতে সাড়া না দেয় এবং চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে 2/3 দিনের মধ্যে মুক্তি না দেয়, ভারতকে অবশ্যই কানাডার মতো শক্ত হতে হবে: মেডিকেল ভিসা বন্ধ করতে হবে, ভারতীয় হাইকমিশনকে লেগেশন লেভেলে নামিয়ে দিতে হবে এবং খাদ্যদ্রব্যের সমস্ত রপ্তানি বন্ধ করতে হবে যেমন ডিম এবং পেঁয়াজ। এছাড়াও বিদ্যুৎ রপ্তানি বন্ধ করুন এবং ফারাক্কা, গজলডোবা এবং দুম্বুরে ব্যারেজের গেট বন্ধ করুন। ইসলামপন্থীরা এটাই একমাত্র ভাষা যা বোঝে।