/anm-bengali/media/media_files/d195SNVnPdpeY3TUrxwj.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাত-ভোরের পর এবার রাস্তা দখল করল মানুষ। আন্দোলনের ৪২ তম দিনে ঐতিহাসিক রিলে মশাল মিছিল দেখল আজ কলকাতাবাসী। ৪২ কিলোমিটার পথ হেঁটে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজারে অবধি রিলে মশাল মিছিল করল নাগরিক সমাজ। তাতে ছিলেন জুনিয়র ডাক্তাররাও। বিকেল ৪টে নাগাদ শুরু হল মিছিল যা রাত ২টোর পর এসে শেষ হল শ্যামবাজারে। দিকে দিকে ভেসে উঠেছে আগুন আর স্লোগান। সকলের চোখে জল নেমে এসেছে।বিচারের আশায় তাকিয়ে সবাই।
/anm-bengali/media/media_files/opNlQWNoZr8ML4vxg0v0.jpeg)
এর মধ্যেই সকলের মন জয় করেছেন এক বৃদ্ধা। হুইল চেয়ারে বসেই এই মিছিলের শরিক হলেন তিনি। সেই ছবি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু নির্বিশেষে মিছিল দেখেছে এই রাজ্য। এবার এই "ঠাকুমা" নামলেন পথে বিচারের দাবিতে।
সেই ছবি পোস্ট করেছেন সন্দীপ ঘোষ নামক এক ব্যক্তি। তিনিও পেশায় ডাক্তার। ওই ব্যক্তি লেখেন, "একের পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরা এই মানবতার উৎসবে আজ কলকাতায় ৪২ কিমি "মশাল রিলে" এর এক দৃশ্য প্রণাম নেবেন ঠাম্মা"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us