New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক ও সেচ দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হল সিঁথি থানার এএসআই অর্জুন সাহার বিরুদ্ধে। পারিবারিক বিবাদের কারণে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, দাবি ওই পুলিশকর্মীর। কনস্টেবল থাকাকালীন অভিযুক্ত এএসআই নিজের ভাইপোর কাছ থেকে ১২ লক্ষ টাকা চান বলে অভিযোগ। এক পরিচিতকে সেচ দফতরে চাকরি দেওয়ার নামেও প্রতারণা করেন বলে অভিযোগ। এক চাকরিপ্রার্থীকে সরকারি দফতরে নিয়ে গিয়ে ২২০০০ টাকা স্টাইপেন্ড পাইয়ে দেন বলেও অভিযোগ।
/anm-bengali/media/post_attachments/abp/2022/Jun/1655520633_sinthi-police-station-896986.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us