/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ফেসবুকে এক সমালোচককে ফের নিশানা করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "কোনোটাই নয়, তবে লেনিনের মত সিফিলিসও হয়নি। On a serious note, এই কমরেড মূর্খ, অন্ধ ও মিথ্যাবাদী, তিনটেই। যে নামগুলো করেছে সেগুলো কবে হয়েছে আর তাতে কত মুসলমান মরেছে সেটা বলে দিলেই পরিষ্কার হবে, কিন্তু এর পিছনে কে খাটবে ? এইটুকু বললেই হবে যে, ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবেই"। ধর্ম ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার হয়ে থাকেন তথাগত বাবু। তারই একটি পোস্ট-এ এক সমালোচক জবাব দেন।
আপনি মূর্খ না অন্ধ? এখানকার মুসলিমদের নরসংহার হয়নি? গুজরাট, মুজাফফরনগর, দিল্লী, হরিয়ানায় যখন মুসলমানদের নরসংহার হচ্ছিল তখন আপনার চোখে কি ন্যাবা হয়েছিল, না মস্তিষ্কে পক্ষাঘাত?
— Shomnath Chakravarty (@ShomnathC) November 8, 2024
আর এই জবাবের ভিত্তিতেই উক্ত মন্তব্য করেছেন তিনি।
কোনোটাই নয়, তবে লেনিনের মত সিফিলিসও হয়নি।
— Tathagata Roy (@tathagata2) November 8, 2024
On a serious note, এই কমরেড মূর্খ, অন্ধ ও মিথ্যাবাদী, তিনটেই। যে নামগুলো করেছে সেগুলো কবে হয়েছে আর তাতে কত মুসলমান মরেছে সেটা বলে দিলেই পরিষ্কার হবে, কিন্তু এর পিছনে কে খাটবে ? এইটুকু বললেই হবে যে, ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us