হিংসুটে স্বভাবের হন এই ৪ রাশি! আপনার আশেপাশেই ঘোরাঘুরি করছে না তো?

রাশিচক্র থেকে দেখলে কোনদিন কেমন যাবে সেটা জানার পাশাপাশি কে কেমন স্বভাবের হয় সেটাও জানা যায়। এখানে তেমন ৪ স্বভাবের রাশির উল্লেখ করা হল যাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
ASTROLOGY 1

নিজস্ব সংবাদদাতা: কোন ব্যক্তি কেমন তা জানতে চাইলে ভরসা রাখতে হবে শাস্ত্রের ওপর। জ্যোতিষ শাস্ত্রে সকল ব্যক্তির স্বভাবের উল্লেখ করা আছে। এবার চিনে নিন  চার রাশির ছেলে মেয়েদের যারা হিংসুটে স্বভাবের হয়ে থাকেন। এরা কারও সুখ দেখতে পারেন না। সতর্ক থাকুন এদের থেকে।

মেষ রাশি: রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা অস্থির মনের মানুষ। এই রাশির ছেলে-মেয়েরা হিংসুটে স্বভাবের হয়। কারও সুখ দেখলে হিংসায় অস্থির হয়ে পড়েন এরা।

বৃষ রাশি: রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এর অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা কারও প্রশংসা যেমন সহ্য করতে পারেন ন তেমন অন্যের সুখ দেখলে ঈর্ষা করেন।

মকর রাশি: রাশি চক্রের দশম রাশি মকর। এর অধিকর্তা গ্রহ হল শনি। এরা অন্যের আনন্দ দেখতে সহ্য করতে পারেন না। এরা সব সময় টেক্কা দিতে আর এগিয়ে থাকতে চান। না পারলে হিংসা করেন। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। অনেকে এদের পছন্দ করেন না।

বৃশ্চিক রাশি: রাশি চক্রের অষ্টম রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। আবেগপ্রবণ হন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। অন্যের সুখ দেখলে এদের মেজাজ পরিবর্তন হয়। আপনার পরিচিত কারও রাশি বৃশ্চিক হলে সতর্ক থাকুন।