New Update
/anm-bengali/media/media_files/Q06CpdhbEPV607zV7kLl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃআরজি কর মেডিক্যালের সেমিনার হলের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিশেষ দাবি করেছে লালবাজার পুলিশ।
/anm-bengali/media/media_files/mqirCLskYVU2qcIjyMXK.jpg)
লালবাজারের তরফে জানানো হয়েছে, “সেমিনার হলের একটা অংশে মৃতদেহ ছিল। মৃতদেহ উদ্ধারের জায়গা থেকে ৪০ ফুট জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। সেমিনার হলে বহিরাগত কেউ ছিল না। ৪০ ফুটের বাইরে ১১ ফুট এলাকায় অনেক মানুষ ছিলেন। ৪০ ফুট পর্যন্ত কর্ডন করা ছিল। কর্ডন এলাকায় নির্দিষ্ট কয়েকজনই ছিলেন। মা-বাবা সহ নির্দিষ্ট কয়েকজন ছাড়া কর্ডন করা অংশে কেউ ছিলেন না।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us