"বাংলায় মহিষাসুর নেই, আছে পুলিশাসুর"!

বিস্ফোরক এই বিজেপি নেতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
sajal-ghosh

নিজস্ব সংবাদদাতা: এবার পুজো শেষে বিস্ফোরক বিজেপি কাউন্সিলর এবং সন্তোষ মিত্র স্কোয়্যার দুর্গাপুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ। তিনি বলেছেন, "আমাদের যা বলার তা বাংলাকে যে ভাবে চালানো হচ্ছে সেটা নিয়ে। পুলিশ তাদের ইচ্ছামতো ফতোয়া জারি করে এবং সবাইকে তা মানতে হয়। আমরা এর বিরুদ্ধে। পুলিশের কোনো নিয়ম বা আইন নেই... এখানে মায়ের এবং বোনের কোনো সম্মান নেই... বাংলায় মহিষাসুর নেই; আছে পুলিশাসুর"।

publive-image