New Update
/anm-bengali/media/media_files/pm7jWbFZAkGHO4qa9ZFS.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ১০ নভেম্বর, শুক্রবার দুপুর ২টো নাগাদ রাজাবাজার ক্রসিং থেকে এক মিছিল বের হবে। যার জেরে ব্যাহত হবে যান চলাচল। মিছিলটি নিউ মার্কেট পুলিশ স্টেশনের অধীনে নিজাম রেস্তোরাঁর সামনে থেকে বের হয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় রোড দিয়ে যাবে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
সূত্র মারফত জানা গিয়েছে, মিছিলটি এরপরে শিয়ালদহ ফ্লাইওভারের সামনে থেকে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড হয়ে মৌলালি ক্রসিং পার করে এস এন ব্যানার্জি রোড ক্রস করে অবশেষে কলকাতার হগ স্ট্রিটের KMC হেড অফিসের পাশে এসে শেষ হবে। এই পুরো রাস্তায় তাই আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
IMPORTANT PROGRAMME THAT MAY AFFECT CITY TRAFFIC FOR THE DAY, 10.11.2023https://t.co/LFrIe4F7dz
— Kolkata Traffic Police (@KPTrafficDept) November 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us