/anm-bengali/media/media_files/sajal-ghosh-2.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের বিতর্কের কেন্দ্রে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। শুক্রবার এই পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনী মঞ্চ থেকেই বার্তা দেন তিনি। তবে উদ্বোধনের পর থেকেই শাসক-বিরোধী সংঘাতে ফের চর্চায় উঠে এসেছে এই পুজো।
এবারের থিম “অপারেশন সিঁদুর”। আগের মতোই সমসাময়িক বিষয় নিয়েই ভাবনা, কিন্তু পুজো ঘিরে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সাংবাদিক বৈঠকে সাফ জানিয়েছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে তিনি নিজেই পুজো বন্ধ করে দেবেন।
সজল ঘোষের অভিযোগ, পুজো মাঠকে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। মানুষকে সহজপথে মণ্ডপে ঢুকতে না দিয়ে জোর করে ৩ কিমি হাঁটানো হচ্ছে। ৪০ ফুট রাস্তা বন্ধ করে মাত্র ১৫ ফুট জায়গা রাখা হচ্ছে, যা ভিড়ের জন্য বিপজ্জনক। পুলিশ বলছে, অডিও-ভিস্যুয়াল চালানো যাবে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/27/santosh-2025-09-27-22-16-51.jpg)
তাঁর কথায়, "অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি। পুলিশ চাইছে দুর্ঘটনা ঘটুক, যাতে পুজো কমিটিকে ব্যান করে দেওয়া যায়। আমি সনাতনী হিন্দু হয়ে প্রশ্ন করছি, এ রাজ্যে কি পুজো করা যাবে না?”
সজল ঘোষ আরও বলেন, প্রয়োজনে ঠাকুরের মুখ কালো কাপড়ে ঢেকে দেবেন। এমনকি বিসর্জনের আগেই নিরঞ্জনের কথাও ভাবছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই চারবার নোটিস দিয়েছে পুলিশ। মণ্ডপে প্রবেশ ও বেরনোর যথেষ্ট জায়গা রাখতে হবে।প্রশিক্ষিত ভলান্টিয়ার মোতায়েন করতে হবে। বেরনোর গেটের কাছে হকার বসানো যাবে না। লাইট-অ্যান্ড-সাউন্ড শো ও বিজ্ঞাপন গেটের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এমনকি পুজো শুরুর আগেই পুলিশ সরাসরি মণ্ডপে গিয়ে খতিয়ে দেখে আসে সমস্ত ব্যবস্থাপনা।
গত বছরও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আলো নিভিয়ে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এবারের চিত্রও কিছুটা একই রকম। অমিত শাহ উদ্বোধন করলেও, পুজোর আবহে রাজনৈতিক সংঘাত ফের শিরোনামে ঠেলে দিয়েছে এই ঐতিহ্যবাহী মণ্ডপকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us