New Update
/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-20-at-1-2025-09-20-16-45-25.jpeg)
নিজস্ব সংবাদদাতা: যুগে যুগে ভারতীয় সংস্কৃতি বিশ্ববরেণ্য, যার মধ্যে অন্যতম 'ভারতনাট্যম'। সুপ্রাচীন যুগ থেকে আজও সে মানুষের মধ্যে প্রবাহমান। এবছর সেই 'ভারতনাট্যম'কে গুরুত্ব দিয়েই তৈরি হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো। তাদের এবছরের ভাবনার নাম 'প্ৰবাহিনী'। ৮৮ বছরে তাদের এই ভাবনার বাজেট ৩৫ লক্ষ টাকা। মৃত শিল্প ও সমগ্র ভাবনায় রয়েছেন মলয় রায়। তাদের এবছরের পুজো ২৩ তম বর্ষে পদার্পন করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us