BREAKING: আরজি করের বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠল রবিবাসরীয় দুপুর

বিচারের দাবীতে পথে নামল প্রাক্তন স্কুল পড়ুয়ারা।

author-image
Adrita
New Update
dew

নিজস্ব সংবাদদাতাঃ গড়িয়াহাটে নারী সুরক্ষার দাবীতে এবার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা প্রতিবাদে নামল। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, দক্ষিণ কলকাতার মোট ৫২ টি স্কুলের প্রাক্তনী প্রায় ৩ হাজার জন ছাত্রছাত্রীরা আজ আরজি করের ঘটনার দাবীতে গড়িয়াহাটের মোড়ে সমবেত হয়েছে।

তারা গড়িয়াহাট থেকে রাসবিহারি মোড় পর্যন্ত মিছিল করে যাবেন। 

তাদের শ্লোগান যে, ' প্রাক্তনীরা দিচ্ছে ডাক, আরজি কর বিচার পাক। '