New Update
/anm-bengali/media/media_files/wEgJmBOhoAKGzm9NPerl.jpg)
নিজস্ব প্রতিবেদন : আগামী সোমবার রাজ্যের আবেদনের উপর সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। রাজ্য সরকার তিলোত্তমা মামলার শুনানি ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর করতে আবেদন জানিয়েছে। এই আবেদনের বিরুদ্ধে চিকিৎসক সংগঠন দ্রুত শুনানির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
/anm-bengali/media/media_files/qrUMSUIUNPhi0hlHQlu6.jpg)
সেই দিন আদালতে উপস্থিত না থাকার কারণে প্রধান বিচারপতি আবেদনটির শুনানি পিছিয়ে দিতে বাধ্য হন। শুনানির পেছানোর ফলে মামলার প্রক্রিয়ায় বিলম্ব হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এবং তাদের যুক্তি কী হবে, তা জানা যাবে পরবর্তী শুনানিতে।
/anm-bengali/media/media_files/WNJEU6HPm3nsGvjozbCZ.jpg)
এই মামলায় সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনার জন্য আদালতে উপস্থিত পক্ষগুলোকে গুরুত্ব দিতে হবে। আগামী সপ্তাহে নতুন তারিখে শুনানির পর মামলার পরিস্থিতি কিভাবে এগোবে, সেটি দেখার অপেক্ষায় রয়েছে সবাই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us