New Update
/anm-bengali/media/media_files/zkFmM1qwd73FsGb6lvtG.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আন্দোলনের ৩৮তম দিনে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে জুনিয়র ডাক্তারদের কিছু আলোচনা হয়েছে। কিছু আলোচনা এখনও অসম্পূর্ণ রয়েছে। জুনিয়র ডাক্তাররা বলেন, "মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিনীতি গোয়েলকে তিনি সরিয়ে দেবেন। ওঁর অপসারণের দাবি আমরা প্রথম থেকে করছি। স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করেছিলাম। ডিএমই, ডিএইচএস- কে সরানো হবে। ডিসি নর্থ নির্যাতিতার বাবা-মাকে সরানো টাকা দিতে চেয়েছিলেন, তাঁকেও সরানো হবে। আন্দোলনের চাপে একপ্রকার নতিস্বীকার করল রাজ্য সরকার।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us