/anm-bengali/media/media_files/EvONsGEYcjqTnEiHKFpc.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ২০২৩-২৪ খরিফ বিপণন মরশুমে ধান বিক্রি করা সম্পর্কিত তথ্য তুলে ধরেছে খাদ্য ও সরবরাহ বিভাগ।পশ্চিমবঙ্গ সরকার এই বছর কবে থেকে ধান কিনছে? জানানো হয়েছে, ১ নভেম্বর অর্থাৎ আজ থেকেই ধান কেনা শুরু করলো রাজ্য সরকার।রাজ্যের সব ব্লকে, যেখানে ধান হয়, সেখানে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলির (CPC / Mobile CPC) মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হওয়ার কথা।এছাড়াও বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতি / কৃষি সমবায় বিপণন সমিতি/ স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্ঘ বা মহাসঙ্ঘ, কৃষি উৎপাদক সংস্থা / কৃষি উৎপাদক কোম্পানি, রাজ্যের বিভিন্ন জায়গায় আগাম নোটিশ দিয়ে, ক্যাম্পের মাধ্যমে ধান কিনবে সরকার।সরকারি ছুটির দিন বাদে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই ধান কেনার কাজ চলবে।
এই মরসুমের ধান বিক্রি করা সম্পর্কিত তথ্য। #KhadyaSathi#PaddyProcurement#WestBengal#EgiyeBangla@egiye_banglapic.twitter.com/cfhUNnbMW4
— Department of Food and Supplies, Government of WB (@wbdfs) November 1, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us