/anm-bengali/media/media_files/ouqWdUPdRqa5lw7DR4km.jpg)
নিজস্ব প্রতিবেদন : শুক্রবার জুনিয়র ডাক্তারদের ধরনা অবস্থান উঠতেই রাতারাতি শুরু হয়ে গেল প্রতিবাদের ভাষা ঢাকতে তার উপর রংয়ের প্রলেপ দেওয়ার কাজ। অন্যায় মুছতে জুনিয়ার ডাক্তাররা যে স্লোগান দিয়েছিলেন তা মুছতে অতি সক্রিয় হয়ে উঠল প্রশাসন।
/anm-bengali/media/media_files/Ig2g2xewtzqcWAMmd6B6.jpg)
এই প্রসঙ্গে সিপিএম এর যুবনেতা কলতান কলতান মন্তব্য করে বলেন যে, "লেখা মুছে দিয়ে কি আর আন্দোলন মোছা যায়! আন্দোলনের ভাষা আন্দোলনের বাণী আন্দোলনের তীব্রতা প্রত্যেকটি মানুষের ভেতরে আছে। সেগুলোকে কেউ মুছতে পারবে না। এই যে দেখছেন যেগুলো মুছে দিচ্ছে সেগুলো হল প্রতিকী মোছা। কারণ আমি জানি আমরা মানুষের মধ্যে যে প্রতিবাদের আগুন, বিদ্রোহের আগুন, আন্দোলনের আগুন জ্বালাতে পেরেছি, বা যে ভাষা লিখতে পেরেছি সেই ভাষা কোনো আলকাতরা বা কোন কিছু দিয়ে মোছা যাবে না।"
/anm-bengali/media/media_files/L9ykWDHlzlB3bjInKwiM.jpg)
জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এই প্রসঙ্গে মন্তব্য করে বলেন যে, "প্রশাসন লেখা মুছে দিতে পারে কিন্তু মানুষের হৃদয়ে এই আন্দোলন যেভাবে জায়গা করেছে এবং মানুষ যেভাবে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই আন্দোলনকে তাতে হৃদয়ে উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়ে গেছে। সেটা রাজ্য প্রশাসন যতই চেষ্টা কর মুছতে পারবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us