SSC ভবনের সামনে থেকে সরে গেলেন ‘যোগ্য’-রা, ‘অযোগ্য’-রা ওখানেই

SSC ভবনের সামনে বিভাজন, ‘যোগ্য’-রা বললেন— একসঙ্গে আন্দোলন সম্ভব নয়, এবার স্কুলে ফেরার সিদ্ধান্ত

author-image
Jaita Chowdhury
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা: SSC ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন ‘যোগ্য’ চাকরিহারারা। তবে ‘অযোগ্য’-রা সেখানেই আছ। ‘যোগ্য’ চাকরিহারাদের দাবি, এভাবে একসঙ্গে আন্দোলন চালোনো সম্ভব নয়। তাই তাঁরা শহিদ মিনারে যাচ্ছেন। পাশাপাশি এবার তাঁরা স্কুলে ফিরবেন বলেও জানিয়েছেন।

Ssc