New Update
/anm-bengali/media/media_files/2025/05/17/e0MyYJ1AyUmORvT02PPz.png)
নিজস্ব সংবাদদাতা: বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনায় নানা মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। পুলিশের নির্মমতায় শিক্ষদের এক এক ফোঁটা রক্ত বাংলায় আজ শোরগোল ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে এবার অনুপম হাজরা বঙ্গ পুলিশকে চরমতম নিশানা করেছেন।
/anm-bengali/media/post_attachments/59b03456-6db.png)
তিনি ফেসবুকে পোস্ট করে বলেছেন, "পশ্চিমবঙ্গের পুলিশকে ফুল দিয়ে অভিবাদন জানাতে আবার 'মর্ত্যে ফিরলেন কবিগুরু'... ....যদিও গোলাপের জায়গায় গোটা ৫০০ টাকা হাতে গুঁজে দিলে বেশি খুশি হতো..." অনুপম হাজরার এই পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us