কলকাতায় প্রথম আন্তর্জাতিক শিল্পীর ভাবনায় সেজে উঠল মণ্ডপ, অভিনবত্বে হাতিবাগান সার্বজনীন

হাতিবাগান সার্বজনীন-এর এবছরের পুজোয় আন্তর্জাতিক শিল্পীর স্পর্শ।

author-image
Aniket
New Update
f16a4b45-e3b9-4ca3-a0c5-a69d1d49ae6b

নিজস্ব সংবাদদাতা: উত্তর কলকাতার অন্যতম বড় পুজোগুলির  মধ্যে একটি হল হাতিবাগান সার্বজনীন। প্রত্যেকবছরই অভিনব ভাবনা নিয়ে হাজির হয় এই পুজো কমিটি। তবে এবছর তাদের মন্ডপ সেজে উঠেছে আন্তর্জাতিক শিল্পীর ভাবনায়। এবছর তাদের ভাবনা, 'অথঃ ঘাট কথা'। কলকাতার গঙ্গার ধারে রয়েছে বহু প্রাচীন ঘাট, লুকিয়ে রয়েছে কতশত ইতিহাস। তবে আমরা সেসব ঘাট নিয়ে উদাসীন, ফলে ইতহাস সমৃদ্ধ ঘাটগুলি শুধুমাত্র ঘাট হয়েই পরে রয়েছে কলকাতার বুকে।

আর এবার হাতিবাগান সার্বজনীন তাদের ৯১ তম বর্ষে এসে সেই ঘাটগুলির গুরুত্বই মানুষের মনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। সমগ্র ভাবনায় রয়েছেন বাংলী শিল্পী তাপস দত্ত এবং ফরাসি শিল্পী টমাস হেনরিয়ট।

মন্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে ফ্রান্স থেকে আনা ১৪ হাজারেরও বেশি সোনালী সুতোর চিত্রকর্ম। তাদের পুজোয় এবছর পরিমল পালের স্পর্শে রূপ পেয়েছেন মা দূর্গা। এবছর তাদের পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা। আজই উদ্বোধন হচ্ছে এই পুজো। ফলে আপনারা চাইলে এরমধ্যেই দেখে আসতে পারেন এই হাতিবাগান সার্বজনীন-এর এবছরের এই অভিনব কীর্তি।