/anm-bengali/media/media_files/2024/10/21/W423wKL7Bgz3YVG9YH6B.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার NRS মেডিকেল কলেজের ডাক্তারদের শৌচাগারের ছবি সামনে এনে শোরগোল ফেলে দিলেন তরুণজ্যোতি তিওয়ারি। তার দাবি মতে, যেখানে ডাক্তারদের শৌচাগারের ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি আরও জানিয়েছেন, রোগীদের শৌচাগারের অবস্থা আরও খারাপ। ছবি সামনে এনে ক্যাপশনে তিনি লিখেছেন, "NRS মেডিকেল কলেজের চক্ষু বিভাগের শৌচাগারের অবস্থা দেখুন, এটা ডাক্তারদের শৌচাগার এবং রোগীদেরটা আরো ভয়ংকর।। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীর পরিবারের লোকজন যাবেন এখানে? মানুষ ব্যবহার করতে পারে এগুলো? এটাই এগিয়ে বাংলার উদাহরণ?" তার এই ট্যুইট সামনে আসতেই চরম শোরগোল শুরু হয়েছে।
NRS মেডিকেল কলেজের চক্ষু বিভাগের শৌচাগারের অবস্থা দেখুন, এটা ডাক্তারদের শৌচাগার এবং রোগীদেরটা আরো ভয়ংকর।।
— Tarunjyoti Tewari (@tjt4002) October 20, 2024
স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীর পরিবারের লোকজন যাবেন এখানে? মানুষ ব্যবহার করতে পারে এগুলো?
এটাই এগিয়ে বাংলার উদাহরণ? pic.twitter.com/zCAqvhj0Kr
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us