নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় সারা দেশ তোলপাড়। সাধারণ মানুষ থেকে নেতামন্ত্রী সকলেই এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
/anm-bengali/media/post_attachments/e6ff82988e3e888748d9cb63a7576b046d1945e7688a9de6a25154741e13f62c.jpg)
এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি বলেছেন, '' সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আরও বেশি সক্রিয় হওয়া। বয়স বেড়েছে বলেই কি তিনি সক্রিয় নন ?
তিনি আরও বলেন, '' সুদীপ দা, সৌগত দা আমাদের দ্রোণাচার্য, আমাদের ভীষ্ম। এরা আর অস্ত্র ধরবেন না, জ্ঞান দেবেন। তবে মদন মিত্র সাংসদ হলে কী করতেন ? মদনের জবাব, সাংসদ হলে সামনে দাঁড়িয়ে মার খেতাম। বলতাম, যার যত রাগ আছে, সব আমার ওপরে প্রকাশ কর। ''
/anm-bengali/media/post_attachments/a1721df3db6fd84d652c50d6bcad27aead1b223d1d37b6523e44a4cf8948343f.webp)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, রাজ্য সরকারের ওপরে আর জি করের ঘটনার অনেক চাপ রয়েছে। দ্রুত এই ঘটনার নিস্পত্তির জন্য সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। এই অবস্থায় মদন মিত্রের এমন মন্তব্য শাসক দলকে আরও চাপে ফেলে দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/1542adb0967d6e747bd2c75bff036ce2c4d96f7ae1110963a7ce4a301a19ac6c.jpg)