বিষাক্ত ধোঁওয়ায় দূষিত হচ্ছে মহানগর, দুর্ভোগে প্রবীণরা

কালীপুজোর মরসুমে আমরা কম বেশি সকলেই আতশবাজি পুড়িয়ে থাকি। এতে আমাদের পরিবেশ দূষিত হয়।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলিতে অত্যধিক আতশবাজি পোড়ানোর পরে বাতাসে দূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যায়। এই পরিস্থিতিতে যারা হাঁপানি বা ফুসফুসের অসুখে ভুগছেন, তাঁদের দুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে এবং অনেক শিশু এবং বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ে। জানা গিয়েছে, অন্যান্য রাজ্যের পাশাপাশি কলকাতাতেও ক্রমশ বাড়ছে দূষণের পরিমাণ। যা ভাবাচ্ছে চিকিৎসকদের। 

hiren

পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন রোগীদের কাছ থেকে ফোন পাচ্ছেন তারা। নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দূষণকারীর কারণে শ্বাসকষ্ট প্রতিরোধ করতে পারে না শীতকালে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বায়ু দূষণের মাত্রাও বৃদ্ধি পায়। আতশবাজি পরিস্থিতি আরও খারাপ করে তোলে। এক চিকিৎসক জানিয়েছেন, প্রতি বছর দীপাবলির পরে শ্বাসকষ্ট, কাশি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা মূলত বয়স্ক মানুষ। যারা দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এবং হাঁপানিতে ভুগছেন তাদের প্রায়ই তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। 

hiring.jpg