নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। পূর্বের নির্দেশিকা অনুযায়ী, গরমের ছুটির মধ্যেই ৩০শে মে পর্যন্ত ইন্টার্নশিপের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু, আগামী ৩০শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/najarbandi.in/wp-content/uploads/2023/10/2-22.jpg?resize=696%2C446&ssl=1)
ছাত্র-ছাত্রীদের এই ইন্টার্নশিপকে কার্যকরী করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করারও নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই ইন্টার্নশিপের পরে ছাত্র-ছাত্রীরা তাদের শংসাপত্রও পাবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ইন্টার্নশিপ সংক্রান্ত নানা তথ্য এবং বিষয় দেখাশোনা করবেন নোডাল অফিসাররা।
/anm-bengali/media/post_attachments/307b6e6a2c9e44acbbb7531cdb372acb9901538c9ced20fae626c07078d38f0e.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)