New Update
/anm-bengali/media/media_files/2024/12/05/Hi1igbZajVfyrGcAhxgk.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার বাংলাদেশী রোগী ইস্যুতে তীব্র প্রতিবাদ জানালেন তথাগত রায়। তিনি ট্যুইট করে বলেছেন, "কলকাতার হাসপাতালগুলো নাকি বাংলাদেশী রোগীর অভাবে পথে বসছে ! তা বসুক। কিন্তু এই বাংলাদেশী রোগীগুলো ভারতে আসছিল কেন ? কারণ তাদের দেশে কিছু হাতুড়ে হেকিম ছাড়া চিকিৎসক নেই। কলকাতার হাসপাতাল ঠিক দাঁড়িয়ে যাবে, কিন্তু বাংলাদেশ ভর্তি হয়ে যাবে ল্যাংড়া, অন্ধ, নুলো রোগজর্জর রোগীতে"। বরাবরই তিনি স্পষ্ট কথা বলেন। এবার তার বক্তব্যে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
কলকাতার হাসপাতালগুলো নাকি বাংলাদেশী রোগীর অভাবে পথে বসছে ! তা বসুক। কিন্তু এই বাংলাদেশী রোগীগুলো ভারতে আসছিল কেন ? কারণ তাদের দেশে কিছু হাতুড়ে হেকিম ছাড়া চিকিৎসক নেই। কলকাতার হাসপাতাল ঠিক দাঁড়িয়ে যাবে, কিন্তু বাংলাদেশ ভর্তি হয়ে যাবে ল্যাংড়া, অন্ধ, নুলো রোগজর্জর রোগীতে।
— Tathagata Roy (@tathagata2) December 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us