New Update
/anm-bengali/media/media_files/I367Yiu0BpRxVSiCqTe7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃবিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নোনাপুকুরে। একটি বাড়ির তিন তলায় আগুন লেগেছে। এখনও অবধি দুই শিশুসহ ৫ জনকে উদ্ধার করা হয়েছে আগুন থেকে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তিনি জানিয়েছেন, ' আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দরকার পড়লে আরও কিছু দমকলের ইঞ্জিন আনা হবে। ' সংকীর্ণ জায়াগা হওয়ায় সমস্যা হচ্ছে। জানা গিয়েছে যে ভিতরে আর কেউ আটকে নেই।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us