নারী ও প্রকৃতির গভীর শিকড়ের টান 'সত্তা'- সেই টান এবার উল্টোডাঙা সংগ্রামীর ভাবনায়

অভিনব ভাবনায় উল্টোডাঙা সংগ্রামী।

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-09-21 at 10.46.08

নিজস্ব সংবাদদাতা: পৃথিবী যতই আধুনিক যুগে আসুক না কেনও, তার অন্তর্নিহিত সত্তা পৃথিবী সৃষ্টির পর আদিঅনন্ত কাল থেকে একই রয়েছে। একটি চারাগাছ যেমন মহীরুহে পরিণত হয়েও তার শিকড়ের সত্তাকে অস্বীকার করতে পারেনা, তেমনই মানুষও এক নারীর সঙ্গে তার নাড়ির সত্তাকে অস্বীকার করতে পারেনা। এখানেই এক হয়ে যায় প্রকৃতি ও মানবসমাজ। এই অভিনব ভাবনাকেই এবার নিজেদের পুজোর ভাবনায় ফুটিয়ে তুলেছে উল্টোডাঙা সংগ্রামীর কর্মকর্তারা। তাদের এবছরের ভাবনা, 'সত্তা'।

তাদের কথায় 'সত্তা' মানে শুধুমাত্র অস্তিত্ব নয় বরং সেই গভীর শিকড়ের অনুভব যা আমাদের বারবার মাতৃত্বের সেই শিকড়ের টানে ফিরে যেতে শেখায়, আপন 'সত্তা'কে চিনতে শেখায় এবং নারী ও প্রকৃতির চিরন্তন বন্ধনকে উদযাপন করতে শেখায়। শিল্পী রামকিঙ্কর বেইজের অপরূপ শিল্পকর্ম 'সুজাতা'র ওপর ভিত্তি করে এই ভাবনা। নারী ও প্রকৃতির সেই মহান মেলবন্ধন অতীব নিখুঁত ভাবে এই শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন শিল্পী রামকিঙ্কর বেইজ। এই ভাবনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে এই মহান শিল্পীকে। 

এবছর উল্টোডাঙা সংগ্রামীর পুজো ৬৩ বছরে পা দিয়েছে। আজই তাদের পুজোর উদ্বোধন করবেন শ্রী বরুণ মহারাজ। সমগ্র ভাবনায় রয়েছেন গৌরাঙ্গ দাস। মৃতশিল্পী তপন মাঝির হাতে এবছর এই পুজোয় রূপ পাবেন দেবী। এবছর তাদের পুজোর বাজেট প্রায় ৬৩ লক্ষ টাকা।