RG Kar: পরিবার বিচার না চাওয়ার মানে কী? মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ নিহত নির্যাতিতার পরিবার

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা নিহত নির্যাতিতার বাবা-মা।

author-image
Probha Rani Das
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা নিহত নির্যাতিতার বাবা-মা

তাঁরা বলেন, "আমরা ন্যায়বিচার প্রত্যাশা করিযারা আমাদের জন্য ন্যায়বিচার দাবি করছেন তাদের কাছে আমরা সর্বদা কৃতজ্ঞ থাকবযদি আমরা তাদের সহায়তা করতে পারি তবে আমরা করব। আমরা পুলিশের কাজে সন্তুষ্ট ছিলাম নাতাই আমরা হাইকোর্টে যাই এবং আদালত এই মামলাটি সিবিআইকে দেয়।

সন্দীপ ঘোষ প্রতিদিন সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছেন। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে প্রথম থেকেই সন্দেহ করা হচ্ছিল। প্রথম থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল দফতর। তারা আমাদের অনেক দেরিতে জানিয়েছিলতাদের বিশ্বাসে আমরা মেয়েকে ছেড়ে চলে এসেছি

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা আমাদের আহত করেছেপরিবার বিচার না চাওয়ার মানে কীগোটা দেশ আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার চাইছেআমরা বিচার চাইব নাএটা কী করে হতে পারেআমরা যাই বলি না কেনআমাদের দুঃখ কাউকে বোঝাতে পারব না।”