/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : কলকাতার বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডে। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই হোটেলটির চারপাশেই রয়েছে দোকানপাট ও বসতবাড়ি, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরপরই হোটেলের দোতলা থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। এই ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/04/29/wxamWAQpKdc6x9edZvgV.jpeg)
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আগুনের সূত্রপাত হয়েছে হোটেলের রান্নাঘর থেকে। পুলিশ ইতিমধ্যে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠেছে, হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকমতো ছিল না। ধোঁয়া বের হওয়ার কোনও সঠিক ব্যবস্থা ছিল না বলেই বিপত্তি ঘটেছে।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
এই ঘটনার পর গোটা শহরে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য সরকার নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে এবং শহরের সব হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us