DA : আন্দোলনকারীদের পাশে আদালত!

ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলায় আন্দোলনকারীদের পাশেই কলকাতা হাইকোর্ট!

author-image
Pallabi Sanyal
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
DA : আন্দোলনকারীদের পাশে আদালত!

নিজস্ব সংবাদদাতা :  ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলায় আন্দোলনকারীদের পাশেই কলকাতা হাইকোর্ট! মিললো আগাম জামিনের আবেদন। মোট ৮ জন আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। আর ৮ জনকেই আগাম জামিন দিল আদালত,  যা নতুন করে অক্সিজেন জোগাচ্ছে ডিএ আন্দোলনকারীদের আন্দোলনে। 

প্রসঙ্গত, মুচিপাড়া থানায় ২ কোটি টাকা লোপাটের অভিযোগ জানানো হয়েছিল ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে। পরবর্তীকালে অডিট করে দেখা যায় সব মিলিয়ে মোট ১ কোটি ৩৪ লাখ টাকা উঠেছে এবং সবটাই হিসেবের মধ্যে রয়েছে।জামিনের আবেদন জানিয়ে ডিএ আন্দোলনকারীদের আইনজীবী আদালতে জানান যে দেবপ্রসাদ হালদার নামে যে ব্যক্তি অভিযোগ জানিয়ছিলেন তিনি রাজ্যের সঙ্গে বৈঠকে বসার জন্য পরামর্শ দিয়েছিলেন আন্দোলনকারীদের। তা না হওয়াতেই মিথ্যা অভিযোগ করা হয় বলে দাবি।