দেশের প্রথম মেট্রো–বেসরকারি অংশীদারিত্বে কিডনি চিকিৎসা, নতুন দিগন্তের সন্ধান মিললো কলকাতায়

সাধারণ মানুষ এখন কম খরচে অত্যাধুনিক কিডনি চিকিৎসার সুবিধা পাবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
health care

File Picture

নিজস্ব সংবাদদাতা: মেট্রো রেল ও নেফ্রো কেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ১৪ আগস্ট, ২০২৫-এ কলকাতার তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে দেশের প্রথম কিডনি চিকিৎসা পরিষেবা শুরু হল। মূলত, কেন্দ্রীয় সরকার ও বেসরকারি স্বাস্থ্যসেবা অংশীদারিত্বে (PPP) চালু হল এই পরিষেবা। এর ফলে সাধারণ মানুষ এখন কম খরচে অত্যাধুনিক কিডনি চিকিৎসার সুবিধা পাবেন।

এই ঐতিহাসিক সহযোগিতায় মেট্রো রেলের আধুনিক অবকাঠামো যুক্ত হয়েছে নেফ্রো কেয়ারের বিশেষায়িত চিকিৎসা দক্ষতার সঙ্গে। প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডাঃ প্রতিম সেনগুপ্তের নেতৃত্বে নেফ্রো কেয়ারের লক্ষ্য — দেশজুড়ে ৩৫০টি উন্নত রেনাল কেয়ার ইউনিটের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি রোগীকে সেবা প্রদান।

WhatsApp-Image-2025-08-14-at-8.10.10-PM

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগটি ভারতের স্বাস্থ্যসেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে উচ্চমানের চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।