'মোদীজির হাতেই দেশ থাকবে,' জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

মঙ্গলবার, ১৮ জুলাই, দেশের রাজনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। একদিকে বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল মিলিত হয়েছে, অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন ৩৮টি দল এনডিএ বৈঠকে অংশ নিয়েছিল।

author-image
SWETA MITRA
New Update
suvendu modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) ছাপ্পা, রিগিংএবংগণনাকেন্দ্রেভোটচুরির অভিযোগ তুলে আজবুধবার কলেজস্কোয়ারথেকেবিজেপিরমহামিছিল শুরু হল। এদিন কলেজ স্কোয়ার থেকে একের পর এক নজিরবিহীন ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসঙ্গে বিরোধী জোটকে নিয়ে তিনি বলেন, ‘আগামী আরও কয়েক বছর মোদীজির হাতেই দেশ থাকবে । ইন্ডিয়া নাম দিলেই হয় না, তাহলে ইস্ট ইন্ডিয়াও থাকত।‘