New Update
/anm-bengali/media/media_files/jUWNaKCDdptfLjFtihzb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) ছাপ্পা, রিগিংএবংগণনাকেন্দ্রেভোটচুরির অভিযোগ তুলে আজবুধবার কলেজস্কোয়ারথেকেবিজেপিরমহামিছিল শুরু হল। এদিন কলেজ স্কোয়ার থেকে একের পর এক নজিরবিহীন ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসঙ্গে বিরোধী জোটকে নিয়ে তিনি বলেন, ‘আগামী আরও কয়েক বছর মোদীজির হাতেই দেশ থাকবে । ইন্ডিয়া নাম দিলেই হয় না, তাহলে ইস্ট ইন্ডিয়াও থাকত।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us