BREAKING: কল্যাণ ব্যানার্জির ইস্তফা গৃহীত! কে আসছেন তার জায়গায়?

শতাব্দীও পেলেন দায়িত্ব।

author-image
Anusmita Bhattacharya
New Update
Kalyan

নিজস্ব সংবাদদাতা: গতকাল লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এরপর আজ তৃণমূল লেখে, "কল্যাণ ব্যানার্জি গতকাল লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের প্রধান হুইপের পদ থেকে চেয়ারপারসনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারপারসন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এই ভূমিকায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। সিনিয়র সংসদ সদস্যদের সাথে পরামর্শ করে, চেয়ারপারসন তাৎক্ষণিকভাবে লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চিফ হুইপ হিসেবে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এবং লোকসভায় এআইটিসি-র নতুন ডেপুটি চিফ হুইপ হিসেবে শ্রীমতী শতাব্দী রায়কে মনোনীত করেছেন"।

asxa