New Update
/anm-bengali/media/media_files/zXaQJkpw0NHmHe94j7Fa.jpg)
নিজস্ব প্রতিবেদন : আরজিকর কান্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ দ্রুত সৎকারের নির্দেশনার অভিযোগে পাল্টা জবাবে নির্মল ঘোষ বলেন, "নিয়ম মেনেই চিকিৎসকের মৃতদেহ সৎকার করা হয়েছে।"
/anm-bengali/media/media_files/6D4kGXRH8RfSZNT6n9zM.jpg)
নিহত চিকিৎসকের দেহ শ্মশানে পৌঁছানোর আগে আরো দেহ ছিল তাহলে কেন চিকিৎসকের দেহ আগে সৎকার করা হলো এই প্রশ্নের জবাবে বিধায়ক নির্মল ঘোষ বলেন, "প্রথমে একটি দেহ সৎকারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু সেখানে জনসমাগম বাড়তে থাকলে চিকিৎসকের দেহ দ্রুত সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us