/anm-bengali/media/media_files/6FnsLl51RJv3tYKAPjF2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি করে ডাকে নতুন করে পথে নেমেছে সাধারণ মানুষ। ফের রাত জেগে বিক্ষোভ দেখিয়ে আন্দোলন করেছে সাধারণ মানুষ। এবার ট্যুইট করে শোরগোল ফেলে দিলেন দেবাংশু ভট্টাচার্য। সাধারণ মানুষের আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তবে তিনি শোরগোল ফেলে দিয়ে বিরোধীদের নিশানা করেছেন।
/anm-bengali/media/media_files/8JQTKVS8Xr8rX8mOTyRJ.jpeg)
তিনি ট্যুইট করে বলেছেন, "সাধারণ মানুষের আন্দোলনে পূর্ণ সমর্থন। মানুষ তাদের মেয়ের হয়ে পথে নামবেই.. তবে আমাদের কাছে খবর আসছে, কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছে সিপিএমের আর বিজেপির পরিচিত মুখেরা। মানুষের মধ্যে মিশে গিয়ে তারা উস্কানি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর নামে কটূক্তি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। সাধারণ মানুষ এই রাজনৈতিক কুচক্রীদের থেকে সাবধানে থাকুন"।
/anm-bengali/media/media_files/tMvnwbJsADcMjLoMxjP7.png)
রাজ্যে সাধারণ মানুষের পাশে তৃণমূল আছেন বলেই জানিয়েছেন তিনি।
সাধারণ মানুষের আন্দোলনে পূর্ণ সমর্থন। মানুষ তাদের মেয়ের হয়ে পথে নামবেই..
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) September 4, 2024
তবে আমাদের কাছে খবর আসছে, কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছে সিপিএমের আর বিজেপির পরিচিত মুখেরা। মানুষের মধ্যে মিশে গিয়ে তারা উস্কানি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর নামে কটূক্তি করে পরিস্থিতি…
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us