/anm-bengali/media/media_files/2025/08/16/img_20250610_192913_1749564095033-2025-08-16-15-44-53.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে কলকাতায় ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে বড়সড় বাধা। শনিবার শহরের এক পাঁচতারা হোটেলে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও অভিনেত্রী-প্রযোজক পল্লবী জোশির উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু শুরু হওয়ার পরই হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়—ট্রেলর প্রদর্শন করা যাবে না। কোনও সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি।
এর আগেও ছবির প্রচার অনুষ্ঠান মাল্টিপ্লেক্সে হওয়ার কথা ছিল। পরিচালক দাবি করেন, “রাজনৈতিক বাধার” জন্য সেখানে অনুমতি মেলেনি। সেই কারণেই অনুষ্ঠান স্থানান্তরিত করে হোটেলে আয়োজন করা হয়।
এদিন, অনুষ্ঠান শুরু হয় ঠিক সময়েই।কিছুক্ষণ পর হোটেল কর্তৃপক্ষ জানায়, ট্রেলর চালানো যাবে না। বিবেক অগ্নিহোত্রী জানান, “কোনও ‘শক্তি’র নির্দেশে এটি বন্ধ করতে বলা হয়েছে"।
পরে অনেক টালবাহানার পর ট্রেলর চালানো গেলেও প্রদর্শনের মাঝপথেই বিদ্যুৎ সংযোগ কেটে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/whatsapp-image-2025-08-16-at-133227-2025-08-16-15-43-10.jpeg)
প্রদর্শন কক্ষে উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। হোটেল কর্তৃপক্ষ এবিষয়ে কোনও উত্তর না দিয়ে এদিন কার্যত এড়িয়ে যায় সংবাদমাধ্যমকে। তবে এই বিষয়ে যে কিছু ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সব মিলিয়ে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলর লঞ্চ ঘিরে শনিবারের ঘটনাপ্রবাহ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল কলকাতার বুকে। এই ঘটনার পিছনে আদৌ কোনও “রাজনৈতিক চাপ” রয়েছে, নাকি এটি ছিল অনুমতি সংক্রান্ত বিভ্রান্তি— সে নিয়ে জল্পনা তুঙ্গে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us