BREAKING: গতকাল দেন ইস্তফা, আজ ফের পোস্ট করলেন কল্যাণ ব্যানার্জি!

এবার কি লিখলেন এই নেতা?

author-image
Anusmita Bhattacharya
New Update
Kalyan

নিজস্ব সংবাদদাতা: গতকাল লোকসভার চিফ হুইপ পথ থেকে ইস্তাফা দেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ তৃণমূলের তরফে জানানো হয়েছে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তৃণমূল কাকলি ঘোষ দস্তিদারের নাম লোকসভার নতুন চিফ হুইপ হিসেবে ঘোষণা করল।

এরপরই পোস্ট করলেন কল্যাণ ব্যানার্জি। তিনি লেখেন, "চেয়ারপারসনকে ধন্যবাদ আমার ইস্তফাপত্র গ্রহণ করার জন্য। ধন্যবাদান্তে, কল্যাণ ব্যানার্জি"।

kalyan banerjee1.jpg