New Update
/anm-bengali/media/media_files/iCY9LhpAokJodsDvBfeH.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উৎসবের মাঝে অপরাধ যেন কিছুতেই দমছে না। ফের খাস কলকাতার বুকে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। সাতসকালে ঠাকুরপুকুরে যুবকের খুন! প্রকাশ্যে রাস্তায় স্কুটার নিয়ে যাওয়ার সময় হয় হামলা। এলআইসি মোড় বাজারের কাছে ওই যুবকের ওপর এলোপাথাড়ি কোপ চালানো হয় বলে জানা যাচ্ছে। নিহত যুবকের নাম অনিমেষ সিং।
যা জানা যাচ্ছে, এদিন সকাল বেলায় ওই যুবক তাঁর বোনকে এলআইসি মোড়ে ছাড়তে গিয়েছিলেন। ফেরার পথে এক যুবক তাঁর পথ আটকায়। স্কুটার থেকে নামতেই ওই যুবক এলোপাথাড়ি কোপ চালায়। প্রথমে গুরুতর আহত অবস্থায় অনিমেষ সিংকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর এসএসকেএম-এ তাঁকে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। হামলার কারণ ঘিরে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ ও লালবাজার হোমসাইড শাখা।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us