Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/aJ9thhkZgj3XW2uylUcC.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ রবিবার ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট। অন্যদিকে এদিনই আবার লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান আছে কলকাতায়। তার উপর আবার ক্রিসমাস ইভ। স্বভাবতই এই তিন পর্বকে সামনে রেখে শহরে মসৃণভাবে যান চলাচল করানো সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ। শুধু শহর কেন, গোটা রাজ্যেই টেট পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সেদিকে নজর দিয়েছে সরকার। টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিশেষ কন্ট্রোল রুম চালু করে দিল। এর নম্বর 03324751621, 18003455192। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা পাওয়া যাবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us