BREAKING: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলা, বিচারপতি তুললেন বড় প্রশ্ন!

এল বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলার আজ ছিল শুনানি। প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ আইন না মেনে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টে এমনটাই দাবি করেন চাকরিহারাদের আইনজীবীরা। "যদি একজন বিচারপতি দেখেন টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন? চোখ বন্ধ করে থাকবেন? আদালত যদি দেখে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন, মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা কি করব? আমরা কি কিছুই করব না?" প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। বৃহস্পতিবার ফের শুনানি হবে এই মামলার।

750x450_403869-calcutta-high-court
ফাইল চিত্র