RG Kar Protest: 'বিচার…উত্তর দাও ক্ষমতা', স্লোগানে কাঁপল বাংলা! গর্জে উঠল ছোটপর্দা

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
,

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে প্রত্যেক পেশার মানুষ নিজেদের মতো করে গর্জে উঠেছেন। এবার বাদ গেল না ছোটপর্দার কলাকুশলীরা। রবিবার অর্থাৎ আজ তিলোত্তমার বিচার চেয়ে বৃষ্টিভেজা রাজপথে সামিল হলেন তাঁরা। সে যেন দেখার মতো মিছিল। মোমবাতি হাতে নিছকই মৌনতা নয়– উঠল স্লোগান। একই সঙ্গে ক্ষমতার চোখে চোখ রেখে করা হল প্রশ্ন।

ল,ম

কনীনিকা বন্দ্যোপাধ্যায় থেকে মানসী সিনহা, শ্রুতি দাস থেকে শুরু করে অঞ্জনা বসু, রুকমা রায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়– ছোট পর্দার বহু পরিচিত মুখকে দেখা গেল আজকের মিছিলে। শুধু বিচার চাওয়াই নয়। ক্ষমতার উদ্দেশে তাঁদের প্রশ্ন, "বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা"।

ক,

মিছিলে উপস্থিত কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, "সকাল বেলা ধর্ষণ হয় না? রাতের ডিউটি কমিয়ে দিলে কী হবে? আগে সমাজের মহিষাসুরকে বধ কর। যারা শিক্ষার আলোয় ঘাপটি মেরে আছে।"