New Update
/anm-bengali/media/media_files/2025/04/10/GeZeGJU9dZwfSR68eBWN.jpg)
নিজস্ব সংবাদদাতা : চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের একাংশ শুক্রবার কলকাতায় অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর ডাকে শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের আয়োজন করা হয়।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
এই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের দাবি, তাঁরা নতুন করে আর পরীক্ষা দিতে চান না। তাঁদের মতে, পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়াতেই তাঁরা যোগ্য প্রমাণিত হয়েছেন, এবং এখন পুনরায় পরীক্ষা নেওয়া অনুচিত।
প্রতিবাদকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা আইনি লড়াই ও আন্দোলনের পথ বেছে নিয়েছেন, কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার এমন কঠোর পন্থা অবলম্বন করেছেন তাঁরা।
মিছিল ঘিরে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। যদিও এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে আন্দোলনের রূপ আরও উগ্র হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us