কসবা কাণ্ড থেকে শিক্ষা, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ নিয়ে নিল চরম সিদ্ধান্ত

নির্দেশিকা জারি করেছে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
yogesh chandra law college

File Picture

নিজস্ব সংবাদদাতা: কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষা মহলে চাঞ্চল্যের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। এবার থেকে কলেজ থেকে পাশ করে বেরিয়ে যাওয়া কোনও ছাত্র বা ছাত্রী পরবর্তী পাঁচ বছর কলেজ চত্বরে প্রবেশ করতে পারবেন না, যদি না তাঁকে কলেজের তরফে আমন্ত্রণ জানানো হয়।

এই নির্দেশিকা জারি করেছে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট। তাদের দাবি, এই নীতি কলেজের ছাত্রছাত্রী এবং কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পেয়েছে। উদ্দেশ্য একটাই— বহিরাগত ও প্রাক্তন ছাত্রদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কলেজ চত্বরে শৃঙ্খলা বজায় রাখা।

law college rape

এর আগেও যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বহিরাগতদের প্রবেশ এবং প্রভাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। তবে তখন বহিরাগত ঠেকাতে কোনও নির্দিষ্ট নিয়ম চালু করা হয়নি। এবার কসবা ল কলেজে সংগঠিত গণধর্ষণের ঘটনা শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা দেয়। অভিযোগ, ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন ছাত্র এবং বহিরাগতরাও জড়িত। এই প্রেক্ষিতেই এবার আগেভাগে পদক্ষেপ নিল যোগেশচন্দ্র কলেজ।