বৃষ রাশির হতে পারে এই লাভ, বড় অঙ্কের লেনদেন করবেন না

একটু সাবধানে থাকুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
astrologynew

নিজস্ব সংবাদদাতা: আজ বৃষ রাশির কি সবই ভালো যাবে? সব আপডেট রইল এখানে। 

আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকুন। খোলা ঘাসের উপর খালি পায়ে হাঁটবেন না। কোনও বড় রোগের আশঙ্কা সত্যি হতে পারে। পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা পেতে পারেন। এই সময়ে বড় অঙ্কের লেনদেন করবেন না। সম্পর্ক উন্নত করা যেতে পারে। এই চিন্তা মাথায় রেখে, আপনি এই কাজটি সফল করার চেষ্টা করতে পারেন।

astrokanya