/anm-bengali/media/media_files/RQJXChI45gKkFIsY0zIB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এগরা ও বজবজে (Budge Budge Blast) অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে এবার সরব হলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথাগত রায়। আজ সোমবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘আমি কি আপনাকে আগে থেকেই বলিনি যে পশ্চিমবঙ্গ দ্রুত ভারতের হোমমেড বোমা কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে? পূর্ব মেদিনীপুরের খাদিকুলে একটি বোমা কারখানায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যুর পর বজবজের কাছে আরেকটি বোমা কারখানায় বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।‘ এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজ সোমবার সকাল থেকেই বজবজে ব্যাপক ধরপাকড় চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার কেজি বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এগরার মতোই এই বিস্ফোরণেও বহু মানুষের প্রাণ গিয়েছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে বজবজ এলাকায়। এহেন বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত সেখানকার মানুষজন। জানা গিয়েছে, এখনও অবধি এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
Didn’t I tell you West Bengal was fast emerging as India’s homemade bomb hub?
— Tathagata Roy (@tathagata2) May 22, 2023
After the death of several, including little children, at a bomb (disguised as ‘cracker’) factory at Khadikul, Dt Purba Medinipur, yet another bomb factory blows up near Budge Budge. 3 dead so far.